আপন ছোট ভাইকে বড় ভাই সাজিয়ে উচ্চ আদালত থেকে জামিন
- আপডেট সময় : ০৯:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আপন ছোট ভাইকে বড় ভাই সাজিয়ে উচ্চ আদালতের সাথে প্রতারণা করে মানবপাচার মামলায় জামিন নিয়েছে কক্সবাজারের একটি পরিবার। এ ঘটনা মিডিয়ায় প্রকাশের পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর প্রতারণার অন্যতম পরিকল্পনাকারী রেজিয়া এবং তার ছেলে আলাউদ্দিন বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন। অন্যদিকে মানবপাচারে অভিযুক্ত আটক আলাউদ্দিনকে তার ছোট ভাই রফিক ওরফে জয়নাল দাবী করে এখনো জামিনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
উন্নত জীবনের আশায় সমুদ্র পথে মালয়েশিয়া গিয়েছিলেন স্বপ্নবাজ মানুষটি। এ জন্য দালাল চক্রকে দিতে হয়েছে নগদ চার লাখ টাকা। কিন্তু অবৈধ অভিবাসী হিসেবে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক এবং দীর্ঘদিন কারাভোগের পর বাংলাদেশ সরকারের সহযোগিতায় দেশে ফিরে আসেন নুরুল ইসলাম। এরপর চিহ্নিত দালাল চক্রের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন তিনি।
মামলায় আলাউদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেন ভুক্তভোগী।
কিন্তু ঘটনা কেবল মামলাতেই শেষ নয়। ১২ বছর বয়সী আপন ছোট ভাই রফিক ওরফে জয়নালকে কৌশলে আলাউদ্দিন বানিয়ে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন, মা রেজিয়া বেগম। ৮ সপ্তাহ পর নিন্ম আদালতে আত্মসমর্পন করতে এলে, দ্বিতীয় দফায় আর জামিন দেননি বিচারক। ফলে প্রতারণার দায়ে মা-ছেলের ঠিকানা হয় কক্সবাজার জেলা কারাগার।
আলাউদ্দিন রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাহামদেরপাড়া এলাকার বাসিন্দা মো.ইলিয়াছের পুত্র। সে স্থানীয় মানবপাচার চক্রের গডফাদার খ্যাত আব্দুল কাদেরের সেকেন্ড-ইন-কমান্ড বলে জানান এলাকাবাসী।
১৮ এপ্রিল চাঞ্চল্যকর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যেখানে আলাউদ্দিন এবং রফিক ওরফে জয়নালকে স্ব-শরীরে হাজির করতে বলেছে আদালত।
আলোচিত জটিলতার দ্রুত অবসান চায় ভুক্তভোগী ও এলাকাবাসী।