উজানের অব্যাহত ঢলে সুনামগঞ্জের নতুন নতুন হাওর প্লাবিত
- আপডেট সময় : ০৩:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
উজানের পাহাড়ী ঢলে ধাপে ধাপে তলিয়ে যাচ্ছে নতুন নতুন হাওর। কৃষকের চোখের সামনে ডুবছে বোরো ধান। স্বেচ্ছাশ্রমে বাঁধের ফাটল মেরামতের পাশাপাশি কাঁচা-পাকা ধান ঘরে তোলায় ব্যস্ত কৃষক। সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ফসল রক্ষায় বেরি বাঁধ নির্মানে অনিয়মের প্রতিবাদ জানাচ্ছেন তারা। কৃষকের কাছ থেকে সরাসরি অভিযোগ পেয়ে দায়িদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী।
২রা এপ্রিল থেকে পাহাড়ি ঢলের প্রথম ধাক্কাতেই তলিয়ে যায় সুনামগঞ্জের বিভিন্ন হাওরের নীচু জমি। ক্ষতিগ্রস্ত হয় পাউবোর বাঁধের বাইরের এলাকা।
ধীরে ধীরে ঢলের কারণে হুমকির মুখে পড়ে হাওরের বাঁধগুলো। তীব্র স্রোতে একের পর এক বাধ ভেঙ্গে বাধের ভেতর ফসল তলিয়ে যেতে থাকে। দিশেহারা হয়ে পড়ে কৃষক। দিনরাত স্বেচ্ছাশ্রমে বাঁধের ফাটল মেরামতের পাশাপাশি কাঁচা-পাকা ধান ঘরে তোলায় ব্যস্ত কৃষক।
বাঁধ নির্মানে নানান অনিয়ম, সময়মতো বাধের কাজ না করা, শেষ সময়ে তাড়াহুড়ো করে নামকাওয়াস্তে বাধ নির্মাণ এবং ব্যয়ের কয়েকগুণ বরাদ্দ বৃদ্ধিও প্রকৃত কৃষককে অন্তর্ভুক্ত না করার অভিযোগ রয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের।
হাওরের বিধ্বস্ত বাধ পরিদর্শন শেষে পানি সম্পদ উপমন্ত্রী দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন।
হাওরের সমস্যার স্থায়ী সমাধানে দুটি ডেল্টা প্রকল্প হাতে নেয়ার কথা জানান এনামুল হক শামীম।