উজানের ঢলে নদ-নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা

- আপডেট সময় : ০৩:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
উজানের ঢলে নদ-নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি হাজার-হাজার মানুষ। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রসহ বেশিরভাগ নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতির বেশি অবনতি হয়েছে কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। পানিবন্দি হয়ে পড়েছে ৩২টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ।
কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ী ঢলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৪ ইউনিয়নের ৩২টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি কিছুটা বৃদ্ধি পেলেও এখনও বিপৎসীমার নীচেই আছে। জিঞ্জিরাম, ধরনী ও কালজানি নদীর পানি বৃদ্ধি পেয়ে সীমান্ত ঘেঁষা উপজেলা রৌমারীর শৌলমারী, দাঁতভাঙ্গা ও যাদুর চর ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে গ্রামবাসী।চলাচলের একমাত্র ভরসা এখন নৌকা। বাদাম, পাট ও সবজিসহ বিভিন্ন প্রকার ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় দুঃশ্চিন্তায় বেড়ে গেছে কৃষকের। এছাড়া উপজেলার ২১টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় সাময়িকভাবে সেখানে শিক্ষা কার্যক্রম বন্ধ করেছে স্থানীয় প্রশাসন।