উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে নদ-নদীর পানি বেড়েছে কুড়িগ্রামে
- আপডেট সময় : ০৪:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে নদ-নদীর পানি বেড়েছে কুড়িগ্রামে। ফলে জেলা সদর, উলিপুর, নাগেশ্বরী, চিলমারী, রৌমারী, রাজিবপুর ও রাজারহাটের বেশ কয়েক ইউনিয়নে নদী তীরবর্তী সাড়ে ৫ হাজার হেক্টর জমির আমন ও ৫শ ‘ হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কৃষি বিভাগ বলছে, কৃষকদের শুকনো মৌসুমের ফসল ফলানোর প্রস্তুতি নিতে বলা হচ্ছে।
চলতি মৌসুমে কুড়িগ্রামের ৯ উপজেলায় ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে আমন চারা রোপনের লক্ষমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। শ্রাবণ মাসে অনেক জমিতে চারা রোপন করলেও ভারী বৃষ্টিতে নীচু জমিতে চারা রোপন করতে পারেনি কৃষক। পরে ভাদ্র মাসের শুরুতে পানি নেমে গেলে নীচু ও নদী তীরবর্তী জমিতে আমন চারা রোপন করে কৃষক।
কিন্তু এবার উজানের ঢলে পানি বেড়ে প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমির আমন ক্ষেত ও ৫শ’ হেক্টর জমির সবজি ক্ষেত তলিয়ে গেছে। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় ফসল নষ্টের আশংকা কৃষকের।
ধার দেনা করে ধানের চারা রোপন করলেও এখন তা পানিতে তলিয়ে স্বপ্নও তলিয়ে যেতে বসেছে কৃষকের।
দ্রুত পানি নেমে গেলে ডুবে থাকা আমন পুরোপুরি নষ্ট না হওয়ার আশা কৃষি বিভাগের। ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা তৈরী করে ক্ষতি পুষিয়ে নিতে শুকনো মৌসুমে সহায়তার কথা জানান কৃষি কর্মকর্তা।