উজানে ভারী বৃষ্টির শংকায় সুনামগঞ্জ ও কিশোরগঞ্জসহ চার জেলায় আগাম বন্যার আতংক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
উজানে ভারী বৃষ্টির শঙ্কায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জে আগাম বন্যা হওয়ার আশংকা দেখা দিয়েছে। এরই মধ্যে সিলেট অঞ্চলের দুই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৪ ঘন্টায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, ভারতের চেরাপুঞ্জির বৃষ্টিতে সকালে নেত্রকোনার ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কৃষি বিভাগ ও পাউবো পৃথকভাবে বিভিন্ন উপায়ে কৃষকদের দ্রুত পাকা ধান কাটার পরামর্শ দিচ্ছে।