উজান থেকে নেমে আসা ঢলে ডুবে যাচ্ছে হাওরের বোরো ফসল
- আপডেট সময় : ০৫:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
উজান থেকে নেমে আসা ঢলে নেত্রকোনার হাওর এলাকার আধা-পাকা ও কাঁচা বোরো ফসল পানির নিচে তলিয়ে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে বেশ কয়েকটি ফসল রক্ষা বাঁধ। বাঁধ বাঁচাতে টিন-কাঠ, কোদাল নিয়ে ছুটছে কৃষক।
শস্য ভান্ডার নেত্রকোনার হাওর উপজেলা খালিয়াজুরী। বোরো ফসল তাদের একমাত্র ভরসা। আবহাওয়া অনুকুলে থাকায় গেলো কয়েক বছর ফসলে বাম্পার ফলনে খুশীই ছিলো কৃষকরা। এ বছর বিপত্তি বেধেছে মেঘালয়ের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে। স্থানীয় ধনু নদীর পানি বৃদ্ধি পেয়ে পানি ঢুকেছে উপজেলার চুনাই, বাইদ্যার চর, টাকটারের হাওরসহ বেশ কয়েকটি হাওরে। তলিয়ে গেছে উঠতি বোরো ফসল।
এমন পরিস্থিতিতে অনেকেই পানির মধ্যে কাঁচা, আধা পাকা ধান কাটতে শুরু করেছে। বেরী বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করায় ফসল নষ্টের আশংকায় রয়েছে কৃষকরা।
জেলা কৃষি বিভাগ বলছে, আগামী ১৫ দিন এমন অবস্থায় থাকলে, ফসল কাটতে পারবেন কৃষকরা।
জেলায় এ বছর ১ লাখ ৮৪ হাজার ৮২৮ হেক্টর জমির বোরো আবাদ হয়েছে। ফসল রক্ষায় দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের প্রত্যাশা হাওরবাসীর।