উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে অব্যাহত রয়েছে নদ নদীর পানি বৃদ্ধি
- আপডেট সময় : ০১:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১৭৩২ বার পড়া হয়েছে
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে অব্যাহত রয়েছে নদ নদীর পানি বৃদ্ধি।
গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় নদ-নদীর পানি আরও বাড়বে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যেই জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ,মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বেশ কিছু নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত জেলার আমন চাষিরা। তবে বন্যা মোকাবিলায় সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আলমগীর হোসেন।
……….
এদিকে..সিরাজগঞ্জেও বেড়ে চলছে যমুনা নদীর পানি। গতকাল সকাল ৬টা থেকে আজ ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে গত কয়েকদিন ধরেই বাড়ছে যমুনার পানি।