উত্তপ্ত হয়ে উঠেছে বগুড়ায় আ’লীগের রাজনীতি
- আপডেট সময় : ০৪:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে বগুড়ায় আওয়ামী লীগের রাজনীতি। জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল চলছে। স্থানীয় নেতাদের অভিযোগ, ত্যাগীদের বাদ দিয়ে পকেট কমিটি করা হয়েছে। এদিকে, পুরনোদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর রাজনীতি এগিয়ে নেয়ার প্রত্যয় জানান নতুন কমিটির নেতারা।
৭ নভেম্বর সজীব সাহাকে সভাপতি, আল মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যের আংশিক বগুড়া জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। স্থানীয় নেতাদের অনেকেই প্রত্যাশিত পদ না পেয়ে আন্দোলনে নামেন। জেলা আওয়ামী লীগ অফিস অবরুদ্ধ করে মিছিল, বিক্ষোভ আর প্রতিবাদ কর্মসূচি চলছে। নানা অভিযোগ তুলে নতুন কমিটি বাতিলের দাবি জানায় আন্দোলনকারীরা।
আর পুরনোদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের রাজনীতি এগিয়ে নিতে চান নবগঠিত কমিটির নেতারা।
পকেট কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করেন জেলা আওয়ামী লীগ সভাপতি।
৭ বছর পর জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর অভিযোগ, পাল্টা,অভিযোগে উত্তপ্ত বগুড়ায় রাজনীতির মাঠ।