উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বাড়লেও, বন্যার আশঙ্কা নেই : পানি উন্নয়ন বোর্ড

- আপডেট সময় : ০৭:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১৭৬৬ বার পড়া হয়েছে
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দেশের অভ্যন্তরে ভারী বর্ষণে উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বাড়লেও, বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে বেশকিছু পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে। আর আবহাওয়া অধিদপ্তর বলছে, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহে ভারী বৃষ্টি হলেও উত্তরাঞ্চলে চলমান বৃষ্টির প্রবণতা কয়েকদিন পর কমবে।
ভারতে তিস্তা গজলডোবা বাঁধ খুলে দেয়ায়, উজান থেকে বাংলাদেশ অভিমুখে ধেয়ে আসছে পানি।
উজানের ঢলের সাথে অবিরাম বৃষ্টির পানিতে টইটম্বুর দেশের উত্তরাঞ্চলের নদ-নদীগুলো।
তিস্তা, ঘাঘট, ধরলা, ব্রহ্মপুত্র ও করতোয়াসহ বিভিন্ন নদ-নদীতে বেড়েছে পানি।
রংপুর, লালমনিরহাট ও নীলফামীর বির্স্তীর্ণ নিম্নাঞ্চল ডুবে গেছে। চরাঞ্চলসহ সমতলভূমিতে চাষ করা বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভরাত থেকে নেমে আসা ঢলের কারণে নতুন করে বন্যা দেখা দিয়েছে।
পাহাড়ি ঢল ও উজানের পানি বাড়লেও, বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে জানান পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক।
এদিকে মৌসুমে বায়ু কিছুটা দূর্বল হওয়া সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
উত্তরাঞ্চলে কমলে, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে আগামী কয়েকদিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান খান।