উত্তরাঞ্চলে বিকেল থেকে ভোর পর্যন্ত দেখা মিলছে কুয়াশার আবির
- আপডেট সময় : ০৩:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলে বিকেল থেকে ভোর পর্যন্ত দেখা মিলছে কুয়াশার আবির। দুবলা ঘাসের উপর শিশিরের প্রাঞ্জল উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে শীতের আগমনী বার্তা। ব্যস্ত কৃষক শীতকালীন সবজি চাষে। এরই মধ্যে শুরু হয়ে গেছে আমন ধান কাটার মৌসুম। সন্ধ্যা ভীড় নামছে পিঠাপুলির দোকানগুলোতে। ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলাও এখন বেশ সরগরম। স্থানীয় আবহাওয়া বিভাগ বলছে এবারের শীতের তীব্রতা কিছুটা বেশি হবে।
শিম গাছের ফুলের মাঝখান দিয়ে উঁকি মারছে সকালের কুয়াশাচ্ছন্ন সূর্য। শিশিরের ছন্দময়ী উপস্থিতি পুরো শিম বাগান জুড়ে। দুবলা ঘাসের উপর বিন্দু-বিন্দু শিশিরের উপস্থিতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতের সবজি চাষে ব্যস্ত কৃষক। বুনছেন আগাম আলুসহ নানান সবজি।
এরই মধ্যে শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম এবার ফলন ভালো হওয়ায় বেশ খুশি কৃষক। এদিকে, রাত নামলেই ব্যস্ত হয়ে পড়ছে শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী পিঠাপুলির দোকানগুলো। সেই সাথে বেশ সরগরম এখন ফুটপাতের গরম কাপড়ের দোকান গুলোও
বর্তমানে তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আর এবার শীতের প্রকোপ বেশি হওয়ার ইঙ্গিত দিচ্ছে স্থানীয় আবহাওয়া অফিস।
আর কদিন বাদেই পুরোপুরিভাবে শুরু হবে ধান কাটার মৌসুম।সোনালী ধানে ভরে যাবে কৃষকের গোলা ঘর। শীতের আনন্দে যুক্ত হবে ঘরে-ঘরে নবান্নোৎসব।