উত্তরাঞ্চলে শীতের দাপট অব্যাহত
- আপডেট সময় : ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
শীতের দাপট অব্যাহত রয়েছে উত্তরাঞ্চলে। ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় দিনের বেলাতেও ঢেকে থাকছে বিভিন্ন জেলা। ক্রমশ্ব বাড়ছে ঠান্ডা জনিত রোগ। শীতে জবুথবু অবস্থা দরিদ্র মানুষের।সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষ।
কুড়িগ্রামের উপর দিয়ে গত এক সপ্তাহ ধরে বয়ে যাওয়া ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। দিনের বেশীর ভাগ সময় ঘন কুয়াশায় ঢেকে থাকছে উত্তরের জনপদ। কুয়াশায় বোরো বীজতলা আলু ক্ষেতসহ বিভিন্ন সবজি ছত্রাক আক্রান্ত হচ্ছে। কীটনাশক ও ছাই ছিটিয়ে ফসল রক্ষার চেষ্টা করছে কৃষক। দিনে কিছু সময় সুর্যের দেখা মিললেও তেমন উত্তাপ ছড়াতে পারে না।
তীব্র শীতে একই অবস্থা দিনাজপুরে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ। প্রচণ্ড শীতে জবুথবু অবস্থা খেটে খাওয়া মানুষের। তবুও কাজের সন্ধানে রাস্তায় নামছেন তারা। দিনাজপুর আবহাওয়া অফিস জানায়, গেল কয়েক দিন ধরেই দিনাজপুরের তাপমাত্রা ১০ডিগ্রি থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস দেন তিনি।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯.২ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁর বদলগাছিতে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায় ।
ঝিনাইদহে কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। খালি চোখে দেখা যাচ্ছে না অল্প দূরের দৃশ্যও ।দুর্ঘটনা এড়াতে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীত আর ঠান্ডা বাতাসে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন দিনমজুর।
পাবনায়ও বেড়েছে শীতের তীব্রতা। রাত থেকে সকাল পর্যন্ত ছিল ঘন কুয়াশা। সকাল থেকে সূর্ষের দেখা মিললেও উত্তরের হিমেল হাওয়ায় বাড়ছে শীতের মাত্রা। ফলে বেকায়দায় পরেছেন খেটে খাওয়া মানুষ।
একিকে, নওগাঁর ধামইরহাটে কয়েক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার লক্ষনপাড়া স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণও চিকিৎসাসেবা প্রদান করা হয়।