উত্তরাঞ্চল জুড়ে চলছে তীব্র দাবদাহ
- আপডেট সময় : ১০:৫৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / ১৭৬০ বার পড়া হয়েছে
মাঝারি থেকে তীব্র দাবদাহ চলছে বগুড়াসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। ভাঙছে আগের সব রেকর্ড। অসহনীয় গরমে অতিষ্ঠ জীবনযাত্রা। গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং। গরম থেকে একটু স্বস্তি পেতে ফ্যান বিক্রি বেড়েছে। তবে এ সুযোগে দাম আরো চড়েছে। বগুড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফ রেহমান।
খরতাপে উত্তপ্ত বগুড়াসহ উত্তরাঞ্চলের সব জেলা। বইছে তীব্র তাপদাহ। সবকিছুই যেন অসহনীয়। বৈশাখের শুরুতেই এমন দাবদাহ আগে দেখেনি কেউ। তবে গ্রামের চেয়ে শহরাঞ্চলে গরম আরো বেশি। প্রখর সূর্যতাপে হাসফাঁস করা কর্মজীবনেও নেমে এসেছে স্থবিরতা। শ্রমজীবী, কৃষিজীবীদের মাঠে কাজ করা দুঃসহ হয়ে পড়েছে।
গরম থেকে একটু স্বস্তি পেতে সব ধরনের ফ্যান বিক্রি বেড়েছে কয়েক গুণ। তবে বিদ্যুতের লোডশেডিং বাড়ায় চার্জার ফ্যানের চাহিদাই এখন সবচে’ বেশি। ঘাম-ঝরা দুপুরে বাইরে বেরিয়ে শরবত ও পানীয়র দোকানে ভিড় করছে মানুষ।
আগামী কয়েকদিনে উত্তরাঞ্চলের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা জানালো আবহাওয়া বিভাগ।
মঙ্গলবার বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সাড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় চুয়াডাঙ্গায় ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।