উত্তরায় সাহেদের গোপন আস্তানায় অভিযানে বিপুল পরিমান জাল টাকা উদ্ধার
- আপডেট সময় : ০৭:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গ্রেফতারের পর সাহেদকে নিয়ে উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। বিকেলে র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোঃ সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তরা সেক্টর ১১’র ২০ নম্বর রোডের ৬২ নং বাড়িটিতে তার গোপন একটি অফিসের সন্ধান দেয়। পরে তাকে নিয়ে সেখানে অভিযান চালায় র্যাব। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
বাড়িটিতে অভিযানের খবর পেয়ে বাইরে উৎসুক জনতার পাশাপাশি সেখানে হাজির হয় সাহেদের কাছে প্রতারিত ও নির্যাতিত একাধিক ভূক্তভোগী। এ সময় প্রতারক সাহেদের রোমহর্ষক নির্যাতন ও প্রতারণার বর্ণনা দেন তারা।
একই সময়ে র্যাব সদর দপ্তরেও ভীড় জমায় সাহেদের হাতে প্রতারিত ও নির্যাতিত ব্যবসায়ীরা। পাওনা টাকা চাইতে যেয়ে হত্যার হুমকি পেতে হয়েছে বলে অভিযোগ তাদের।
প্রতারক সাহেদকে গ্রেফতারের আনুষ্ঠানিক তথ্য জানাতে বিকেল ৩ টায় র্যাব সদরদপ্তরে সংবাদ সম্মেলন করেন, রেব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গ্রেফতার এড়াতে সাহেদ বারবার স্থান পরিবর্তন করলেও টানা অভিযানের কারণেই তাকে গ্রেফতার করা গেছে বলে জানান তিনি।
সাহেদকে নিয়ে উত্তরার অভিযানে বিপুল সংখ্যক জাল টাকা উদ্ধারের তথ্য জানিয়ে, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান র্যাব মহাপরিচালক।
প্রতারক সাহেদ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সুকৌশলে ছবি তুলে সেটি ব্যবহার করে প্রতারণার নতুন নতুন ফাঁদ পাততো বলেও জানান র্যাব ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।