উত্তরা কামারপাড়ায় রিকশা গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ ৮ জনের কেউই আর বেঁচে রইলো না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরার কামারপাড়ায় রিকশা গ্যারেজে বিস্ফোরণে ৮ জনের কেউই আর বেঁচে রইলো না। সর্বশেষ শাহীন মিয়া নামে একজন গতরাতে রাতে মারা গেছেন।
তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, শাহীন মিয়ার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।গত ৬ আগস্ট ওই গ্যারেজে বিস্ফোরণ হয়। এতে মালিকসহ ৮ জন দগ্ধ হন। সেদিনই সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওই গ্যারেজে দগ্ধ মারা যাওয়া ৮ জন হলেন- গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম, মোহাম্মদ মিজান, নূর হোসেন, মাসুম মিয়া, আল-আমিন, শরিফুল ইসলাম, মোহাম্মদ আলম এবং মোহাম্মদ শাহীন মিয়া।