উত্তর কোরিয়ায় একজনও করোনা আক্রান্ত হয়নি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
উত্তর কোরিয়ায় একজনও করোনা আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন।
শনিবার উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়াকার্স পাটির ৭৫তম বর্ষ উপলক্ষ্যে কনর্সাট ও উৎসবে দেয়া এক ভাষণে কিম এ দাবি করেন। এরপর সামরিক মহড়ায় অংশ নেন। সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই সামরিক শক্তি প্রদর্শনের জন্য আয়োজিত বিশাল ওই সামরিক কুচকাওয়াজে অংশ নেন কিম। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে ২২ চাকার লরির উপর স্থাপিত আইসিবিএমটি প্রদর্শিত হয়। এ যাবতকালের মধ্যে উত্তর এত বড় ক্ষেপণাস্ত্র আর প্রদর্শন করেনি।