উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের বিস্তার আরও বাড়তে পারে
- আপডেট সময় : ০৩:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের বিস্তার আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরের হিমেল হাওয়ার দাপটে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলেও রয়েছে শীতের তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ,কুড়িগ্রাম, নীলফামারী,যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে ।
চুয়াডাঙ্গায় তীব্র শীতে স্থবির জনজীবন। দু’দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়।শনিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে, তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
ময়মনসিংহে জেঁকে বসেছে তীব্র শীত।গত তিনদিন ধরে দেখা মেলেনি সূর্যের।এছাড়া শীতের সথে দেখা দিয়েছে ঘন কুয়াশা। শীতের কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু, বৃদ্ধ ও খেটে খাওয়া মানুষ।
নড়াইলে মৃদু শৈত্য প্রবাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে কুয়াশা পড়তে শুরু করেছে। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল ব্যহত হচ্ছে।
মেহেরপুরে শুরু হয়েছে তীব্র শীত। সাথে রয়েছে উত্তরের হিমেল হাওয়া। সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। ফলে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
পাবনায় কয়েক দিন ধরে বইছে মৃদু শত্যপ্রবাহ। প্রচণ্ড শীত আর হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। মাঝে মধ্যে সূর্ষের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা।
গাইবান্ধায় কয়েক দিন ধরে উত্তরের বাতাস আর ঠাণ্ডায় অস্বাভাবিক অবস্থায় দাড়িয়েছে স্বল্প আয়ের মানুষ । সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা ও রাত ভর টপটপ করে বৃষ্টির মতো পরছে কুয়াশা।
ঝিনাইদহে বেড়েছে শীতের তীব্রতা।এতে স্বাভাবিক কাজকর্মে এসেছে কিছুটা স্থবিরতা।আগুন জ্বালিয়ে অনেকেই চেষ্টা করছেন শীত নিবারণের। সকালের দিকে পথঘাট কুয়াশার চাদরে ঢেকে থাকায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
সাতক্ষীরা জেলার সাত উপজেলার আশেপাশের এলাকায় হাড় কাঁপানো শীতে জনজীবন বির্পযস্থ হয়ে পড়েছে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলার বিস্তীর্ণ অঞ্চল।