উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদী ও সাগরের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকায় গত এক সপ্তাহ ধরে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল নয়টা থেকে আজ নয়টা পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টির এ ধারা অব্যাহত থাকলে রবিশষ্যের বড় ক্ষতির শংকা করেছেন চাষীরা।