উত্তেজনার ম্যাচে ৩ রানে জয় পেয়েছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৫:১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে জিম্বাবুয়ের বিপক্ষে টানটান উত্তেজনার ম্যাচে ৩ রানে জয় পেয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত দ্বিতীয়বার জয়ের উল্লাসে মাতে সাকিব বাহিনী। এই জয়ে সেমিফাইনালের আশা এখনও বাঁচিয়ে রইল টাইগাররা।
ব্রিসবেনে টস জিতে ব্যাট করতে নেমে শুরতেই হোচট খায় বাংলাদেশ। সৌম্য সরকার ফিরে যায় শুন্য রানে। এরপর লিটন দাসও ফিরে যায় ১৪ রান করে। তবে একপাশ আগলে রাখেন নাজমুল হাসান শান্ত। অধিনায়ক সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে গড়েন ৫৪ রানের জুটি। সাকিব ২৩ করে ফিরে গেলও ফিফটি তুলে নেন শান্ত। ৫৫ বলে ৭১ রান আসে এই টাইগার ব্যাটারের ব্যাট থেকে। এছাড়া ১৯ বলে ২৯ রান করেন আফিফ হোসেন। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত গতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। তবে খেলা জমে যায় শেষ ওভারে। ৪ রানের জয় নিয়ে যখন মাঠ ছাড়ে টাইগাররা, তখনি দেখা যায় শেষ বলটি ছিল নো বল। দু-দলকেই মাঠে ডেকে নেয় আম্পায়ার। পূনরায় বলটি করতে হয় মোসাদ্দেককে। তবে ফ্রি হিট বলটি ব্যাটেই লাগাতে পারেনি জিম্বাবুয়ে ব্যাটার ব্লেসিং মুজারাবানি। ৩ রানের জয় পায় টাইগাররা।