উদাসিনতায় জৌলুস হারাচ্ছে কুঠিবাড়ি
- আপডেট সময় : ০৫:৪২:১২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ১৬১৮ বার পড়া হয়েছে
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ। কুঠিবাড়ী, কাচারীবাড়ি আর দাতব্য চিকিৎসালয়সহ কবিগুরুর বেশ কিছু স্থাপনা রয়েছে এখানে। তবে প্রয়োজনীয় তদারকি, প্রত্নতত্ব বিভাগের উদাসিনতায় হারাতে বসেছে জৌলুস। নতুন প্রজন্মের মাঝে কবি গুরুর স্থাপনাকে তুলে ধরতে এর সংস্কার, সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন গবেষকরা।
কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ী দ্বারকানাথ ঠাকুর ইংরেজ শেলীর কাছ থেকে শিলাইদহের জমিদারি কেনেন ১৮০৭ সালে। এর পরেই সেখানে গড়ে ওঠে কাচারী বাড়ী ও দাতব্য চিকিৎসালয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণার স্মৃতিচিহ্ন বিজরিত এই কুঠিবাড়িটি গত ৭ বছর ধরে সংস্কার হয় না। অন্যদিকে সাড়ে ৪ একরের কাচারী বাড়ি মাত্র ৬ শতক রেখে বাকিটা দখল হয়ে গেছে। পরিত্যক্ত ভবনে চলছে দাতব্য চিকিৎসালয়।
কুঠিবাড়ী ঘুরতে এসে প্রত্নতত্ব বিভাগের এমন উদাসিনতায় দারুন মর্মাহত রবীন্দ্র গবেষক. জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রবীন্দ্র সংগীত শিল্পীরা।
প্রত্নতত্ব বিভাগের দুর্নীতি, উদাসিনতায় শিলাইদহ থেকে হারিয়ে যেতে বসেছে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ থেকে। কাচারীবাড়িটি সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবী এলাকাবাসীর।
পর্যটকদের আনা-গোনায় কুঠিবাড়ী থেকে বছরে ৪০ লাখ টাকা রাজস্ব আদায় হয়। কিন্তু সে অর্থ কোথায় খরচ হয় তা নিয়ে রয়েছে প্রশ্ন?
এসব অভিযোগ স্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন কুঠিবাড়ীর এই কাষ্টডিয়ান।
স্মৃতি বিজড়িত কুটির বাড়ী রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের।