উদীয়মান অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় : পরিকল্পনামন্ত্রী
- আপডেট সময় : ০২:০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
বাজার সিন্ডিকেটে জড়িতরা সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সাময়িক স্বার্থের জন্য তারা বাজার অস্থিতীশীল করার চেষ্টা করা হয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে মার্কেটার্স ইনস্টিটিউটের মার্কেটিং ডে উদযাপনের আয়োজনে একথা বলেন। উদীয়মান অর্থনীতিতে বাজারের নিত্যপণ্যের মূল্য নিয়ে কারসাজি হয় বলেও জানান এম এ মান্নান।
টেকসই বিপণনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে মার্কেটার্স ইনস্টিটিউটের মার্কেটিং ডে উদযাপন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মার্কেটার্স ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপকন মীজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠান শেষে আবারো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে চাহিদা ও যোগানের সমস্যাই মূলসমস্যা। যার সমন্বয়ের অভাবে বাজারে পন্যের মূল্য বেড়ে যায়।
তিনি বলেন সমাজে কিছু অসাধু লোক সাময়িক মুনাফা লাভের চেষ্টায় বাজারকে অস্থিতিশীল করে তোলে।
সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য সরকার বিশেষ বিশেষ পদক্ষেপ নিয়ে বৈষম্য কমানোর চেষ্টা করছে বলেও জানান এম এ মান্নান।