উনিশ কোটি টাকা ব্যয়ে নগরীর মাস্টারপ্ল্যান সংশোধন করছে আরডিএ
- আপডেট সময় : ০১:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
উনিশ কোটি টাকা ব্যয়ে নগরীর মাস্টারপ্ল্যান সংশোধন করছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ-আরডিএ। এটি দেশের শ্রেষ্ঠ মাস্টারপ্ল্যান হবে-এমন দাবি আরডিএ’র। তবে সিটি কর্পোরেশনও আলাদা মাস্টারপ্ল্যান করতে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে। এ নিয়ে আরডিএ এবং সিটি কর্পোরেশনের মধ্যে চলছে ঠাণ্ডা লড়াই।
রাজশাহীতে পদ্মার চরসহ ৩৬৫ কিলোমিটারজুড়ে আদর্শ নগরায়নে ২০০৪ সালে ২০ বছর মেয়াদী মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা প্রণয়ন করে আরডিএ। এর মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। এই মাস্টার প্লানে দ্রুতই হয়েছে নগরায়ন। তাই মাস্টারপ্ল্যানটি রিভিউ করা হচ্ছে আরো ১০ বছরের জন্য। এজন্য খরচ ধরা হয়েছে ১৯ কোটি টাকা। থাইল্যাণ্ডের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আরডিএ।
তবে অন্তত ২৫ বছরের জন্য আলাদা মাস্টারপ্ল্যান করতে চায় সিটি কর্পোরেশন। বসবাসের জন্য শান্তিপূর্ণ শহর গড়তে নতুন মহাপরিকল্পনার কথা বলছেন মেয়র। সরকারের বিপুল টাকা খরচ করে মাত্র ১০বছরের জন্য আরডিএ’র মাস্টারপ্ল্যানের যৌক্তিকতা নেই বলে দাবি করেন সিটি মেয়র। আর আরডিএর মতে, একটি বিদ্যমান থাকায় সিটি কর্পোরেশনের নতুন কোনো মাস্টারপ্ল্যানের প্রয়োজনীয়তা নেই। সব বাধা কাটিয়ে উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগেই দীর্ঘ মেয়াদী মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে-এমনটিই আশা নগরবাসীর।