উন্নত দেশের মতো পুলিশ এখনো জনবান্ধব হতে পারেনি : মত বিশিষ্টজনদের
- আপডেট সময় : ০৭:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
উন্নত দেশের মতো বাংলাদেশের পুলিশ জনবান্ধব হতে পারেনি বলে মনে করেন, বিশিষ্টজনরা। তাদের মতে, দেশের মানুষ পুলিশের নাম শুনলে আতঙ্কিত হয়ে পড়ে। সাবেক আইজিপি একেএম শহিদুল হকের লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। পরিস্থিতি উত্তরণে বাহিনীকে স্বাধীনভাবে কাজের পরিবেশ দেয়া এবং পুলিশ আইন পরিবর্তনের তাগিদ দেন শহিদুল হক।
জাতীয় যাদুঘর মিলনায়তনে সাবেক আইজিপি এ কে এম শহিদুল হকের লেখা ‘স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন নিয়ে পুলিশ জীবনের স্মৃতি’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।
এসময় বিশিষ্টজনেরা পুলিশ বাহিনীর নানা দোষ-গুণ তুলে ধরেন। তারা বলেন,উন্নত দেশের মতো বাংলাদেশের পুলিশ জনবান্ধব নয়।
পুলিশ বাহিনীকে স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিতের দাবি জানান সাবেক পুলিশ প্রধান। বলেন, সুশাসন নিশ্চিত করতে হলে পুলিশ কমিশন ও পুলিশ অধিকার আইন পরিবর্তন করতে হবে।
৩২ বছরের কর্মজীবনের চুম্বক স্মৃতি বইটিতে তুলে ধরার কথা বলেন সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক।