উন্নত প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনে বিমান বাহিনীকে আরো শক্তিশালী করা হবে
- আপডেট সময় : ১১:৩১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
উন্নত প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনে বিমান বাহিনীকে আরো শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। আগামী বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সোনার বাংলা গড়তে বিমান বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর তেজগাঁও বিমান বাহিনীর ফ্যালকন হলে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
প্রতিবারের মতো এবারও বাহিনীর খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের বিশেষ সম্মানণা দেয় বাংলাদেশ বিমান বাহিনী। দেয়া হয়। খেতাবপ্রাপ্ত ও তাদের উত্তরাধিকার ২৮ জনকে সন্মাননা তুলে দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
দেশ ও জাতির কাছে সম্মানিত হওয়ায় খুশি জাতির শ্রেষ্ঠ সন্তান ও তাদের উত্তরাধিকাররা। আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানান তারা। বাহিনীর সদস্যদের শুধু আকাশ নয়, মহাকাশ নিয়ে গবেষনা ও দুরদর্শীতা বাড়ানোর কথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি মাসিহুজ্জামান সেরনিয়াবাত।