উন্নয়নের নামে সরকারের নেয়া গণবিরোধী প্রকল্পে ভোগান্তি মানুষের : রিজভী
- আপডেট সময় : ০১:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / ১৬১৫ বার পড়া হয়েছে
উন্নয়নের ফানুসের নামে লুটের সমারোহ চালাতে সরকার গণবিরোধী প্রকল্প নিচ্ছে, অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণবিরোধী সব কর্মকাণ্ডে আবহাওয়ার বিপর্যয় ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।
নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণের সময় এসব কথা বলেন রিজভী। চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরীর নিম্ন আয়ের মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় রিজভী আরো বলেন, উন্নয়নের নামে গাছপালা কেটে ও নদীভরাট করে প্রকৃতি ধ্বংস করছে বর্তমান সরকার। তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে বরিশালের উদ্ভিদ বৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। সরকারে ব্যর্থ গণবিরোধী নীতির এখন মানুষকে অনাহারে অর্ধাহারে রাখছে। সংসদীয় এলাকায় এমপিদের দৌরাত্ম্যে খাদ্য সংকটের কারণে রেশনিংয়ের উদ্যোগ নিতে হচ্ছে। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, মানসিক ভারসাম্য হারিয়েই বিএনপির সঙ্গে পাল্টা কর্মসুচি দেয় ক্ষমতাসীনরা। সার্বিক পরিস্থিতিকে ঘোলাটে করতেই তাদের এই আচরণ জানিয়ে রিজভী বলেন, সন্ত্রাসী চাঁদাবাজদের মন্ত্রী ওবায়দুল কাদের।