উন্নয়ন সহায়তা হিসেবে বাংলাদেশকে ৩ বিলিয়ন ডলার দেবে দক্ষিণ কোরিয়া
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
অবকাঠামো নির্মাণ, আইসিটি ও পরিবহন খাতে উন্নয়ন সহায়তা হিসেবে বাংলাদেশকে ৩ বিলিয়ন ডলার দেবে দক্ষিণ কোরিয়া। জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এ তথ্য জানান দেশটির রাষ্ট্রদূত লি জাং-কুন।
তিনি বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গত বছর রেকর্ড পরিমাণ বাণিজ্য হয়েছে। প্রতি বছর দুই হাজারের মতো বাংলাদেশি কর্মী ওই দেশে গেলেও, এবার চার হাজারের মতো হতে পারে বলে জানান তিনি। করোনাকালের নিষেধাজ্ঞা উঠায়, গত সেপ্টেম্বর থেকে আবার শ্রমিক পাঠানো শুরু হয়েছে। রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও টেকসই প্রত্যাবাসনে জন্য আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে সমর্থন করে তারা। রোহিঙ্গা ও উখিয়ার স্থানীয়দের সহায়তা দিতে কোরিয়া বছরে ৪/৫ মিলিয়ন ডলার দেয় বলে জানান, লি জাং-কুন।