উন্নয়ন কাজে উত্তরবঙ্গের মহাসড়কে ১৪টি স্থান ঝুকিঁপূর্ণ
- আপডেট সময় : ০২:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ঈদ এলেই যানবাহনের চাপ বাড়ে উত্তরবঙ্গের মহাসড়কে। বর্তমানে এই সড়কের উন্নয়ন কাজ চলায় ১৪টি ঝুকিঁপূর্ণস্থানে যানজটের আশংকা রয়েছে। এতে ভোগান্তিতে পড়তে পারে ঈদে ঘরে ফেরা মানুষ। তবে পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, মহাসড়কের সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে চান্দাইকোনা পর্যন্ত ১৪টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে হাটিকুমরুল গোলচত্ত্বর হয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের ২২টি জেলার যানবাহন চলাচল করে। সড়ক ব্যবহারকারীরা বলছেন, ফোর লেনের কাজ শেষ না হওয়ায় আসন্ন ঈদেও যানজটের আশংকা রয়েছে। তাই তারা যানজট নিরসনে সময়মত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সংশিষ্টদের।
মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক।
যানজট নিরসনে প্রতি বছরের মত এবারও নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ।
ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি সবার।