উপজেলা নির্বাচনের ২য় ধাপে জমে উঠেছে জামালপুরে প্রচার-প্রচারণা
- আপডেট সময় : ১০:৩৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- / ১৭৭৫ বার পড়া হয়েছে
যষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে জামালপুরে প্রার্থীদের প্রচার-প্রচারণা, গণসংযোগ এবং দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় জমে উঠেছে ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। ২১ মে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে উপজেলার রাস্তাঘাট, অলিগলি, হাট-বাজার, পাড়া-মহল্লা এখন মিছিল-মিটিং প্রচার-প্রচারণায় স্লোগানে মুখরিত। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার অলিগলি সর্বত্র। তীব্র গরমকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে। প্রচারণা এবং ভোট প্রার্থনায় মরিয়া হয়ে উঠেছেন সবাই। নিজেদের অবস্থান থেকে জয়ের ব্যাপারে প্রত্যেকে আশাবাদী। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা পরিষদ ২৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত। এতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৭৬ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ৪০ হাজার ৪৯৫ জন ও মহিলা ৩ লাখ ৩৫ হাজার ৬৩৬। এসব ভোটার ২২০টি ভোট কেন্দ্রে ১ হাজার ৭শ’ ৩৩ টি বুথে ইভিএমের মাধ্যমে তাদের ভোট প্রদান করবে। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক শীতেশ চন্দ্র সরকার জানিয়েছেন, নির্বাচনের পরিবেশ নিয়ে কোন সংশয় সন্দেহ নেই। ২১ মে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।