উপজেলা নির্বাচনের ২য় ধাপে প্রতি চার প্রার্থীর একজন ঋণগ্রস্ত : টিআইবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ১৭২৩ বার পড়া হয়েছে
ষষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে প্রতি চার প্রার্থীর একজন ঋণগ্রস্ত প্রার্থী বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
একই সাথে জানানো হয় কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে তিনগুণ। এছাড়া মোট প্রার্থীর ১৩ দশমিক ১৩ শতাংশ প্রার্থী বিভিন্ন মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে সংস্থাটি।
সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এসব তথ্য জানায় টিআইবি। উপজেলা নির্বাচনে প্রার্থীদের তথ্য বিশ্লেষণে টিআইবি আরও জানায়, দ্বিতীয় ধাপের নির্বাচনে ৫ বছরে চেয়ারম্যান প্রার্থীর আয় বেড়েছে প্রায় ১১ হাজার শতাংশ। আর অস্থাবর সম্পদ বেড়েছে সাড়ে ১১ হাজার, স্ত্রী ও নির্ভরশীলদের সম্পদ বৃদ্ধির হার ১২ হাজার চারশ শতাংশ বলেও তথ্য দিয়েছে টিআইবি।