উপজেলা নির্বাচনে বাড়ছে জামানত
- আপডেট সময় : ০৮:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭১৪ বার পড়া হয়েছে
বিধি পরিবর্তন করে নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি নিয়ে প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিধান বাতিলসহ একগুচ্ছ বড়সড় পরিবর্তন আনতে চায় কাজী হাবিবুল আউয়াল কমিশন। সকালে নির্বাচন ভবনে সচিব মো জাহাংগীর আলম বলেন, উপজেলা নির্বাচনে ডিজিটাল প্রচারের সুযোগ সৃষ্টি, প্রতীক বরাদ্দের আগেই প্রচারের সুযোগ, কাস্টিং ভোটের ১৫ ভাগ না পেলে জামানত বাজেয়াপ্তসহ বেশকিছু সংশোধীর প্রস্তাবনা দেয়া হয়েছে।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ২৮ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে একগুচ্ছ সংশোধনের অনুমোদন দিয়েছে সংস্থাটি। বৈঠক শেষে বিস্তারিত জানান কমিশন সচিব।
তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জামানত বাড়িয়ে এক লাখ আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকার প্রস্তাবে অনুমোদন হয়েছে। সেই সাথে নির্বাচনে রঙ্গিণ পোস্টার ব্যবহারের প্রস্তাবনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। ইসি সচিব বলেন, অনুমোদিত প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেগুলোর বিধিমালা সংশোধন হবে। ৭ ফেব্রুয়ারি ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটি উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালাসহ আটটি বিধান সুপারিশের প্রাথমিক খসড়া তৈরি করে।