উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে।সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলার মধ্যে ২৪টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম, বাকি উপজেলাগুলোতে কাগজের ব্যালটে ভোট হবে।নির্বাচন সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা এবং যান চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপের ভোট ‘আরও সুষ্ঠু হবে’ বলে আশা করছে নির্বাচন কমিশন। এদিকে ভোটকেন্দ্রের বাইরে বের হওয়ার অপরাধে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া কুমারপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মাজহার ইবনে মোবারক কে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রাতে তাকে প্রত্যাহার করা হয়। মাজহার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ঠাকুরগাঁও জেলা সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।