উপদেষ্টা পরিষদ বৈঠকে উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ
- আপডেট সময় : ০৯:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড.আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতিরোধের ব্যাপারে সরকার কঠোর বলেও জানান আসিফ নজরুল।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে “অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত” শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন। এতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তাঁর মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রম তুলে ধরেন।
তিনি বলেন, ওভার নাইট কোন কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়।
আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইনে যেসব মামলা হয়েছে সেসব বাতিল করা হবে, তবে হ্যাকিং ও সাইবার অপরাধ সংক্রান্ত মামলা থাকবে। সাইবার সিকিউরিটি আইন বাতিল করে সাইবার সুরক্ষা আইন করা হবে। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন করা হবে বলেও জানান তিনি ।
ড.আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কিছু সংশোধনী আনা হচ্ছে।
মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে সে ব্যপারে কঠোর হবার হুশিয়ারী দেন তিনি।
সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করেই দ্রুত সময়ে নির্বাচন হবে।