উপ-নির্বাচনের ফল বাতিলের দাবিতে মহানগর ও জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৫:৩৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
উপ-নির্বাচনের ফল বাতিলের দাবিতে মহানগর ও জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। অনেক জেলায় পুলিশের বাধা উপেক্ষা করেই বিক্ষোভ সমাবেশে অংশ নেন দলের নেতাকর্মীরা।
পুলিশের বাধার মুখেই নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সকালে জেলার আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে উপস্থিত হলে বিএনপি নেতা-কর্মীদের বাধা দেয় পুলিশ। পুলিশী বাধায় ছত্রভঙ্গ নেতাকর্মীরা পরে শহরের তেবারিয়া এলাকায় গিয়ে সমবেত হয়। সেখানে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে। এরপর তেবারিয়ায় সমাবেশের প্রস্তুতি নিলে সেখানেও বাধা দেয় পুলিশ। জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।
পুলিশী বাধার মুখেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতাকর্মীরা। সকালে শহরের উত্তর মৌড়াইল থেকে প্রধান সড়কে আসতে চাইলে পুলিশী বাধায় পন্ড হয়ে যায় বিক্ষোভ মিছিলটি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে জেলা ও মহানগর বিএনপি নগরীর হল চত্বর এবং দলীয় কার্যালয়ের সামনে পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ করে। উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে এবায়দুল হক চানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।
উপ-নির্বাচনে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ভোট কারচুপির প্রতিবাদে নওগাঁয় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের কেড়ির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।