উপ-নির্বাচনে প্রার্থীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিতরণ বিএনপির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ঢাকা-৫ ও ১৮ এবং নওগাঁ ও সিরাজগঞ্জসহ ৪টি উপ-নির্বাচনে প্রার্থীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করেছে বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চার আসনে ২২ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ৪ জন জমাও দিয়েছেন। দলীয় মনোনয়ন সংগ্রহ করার পর ভোট নিয়ে নানা প্রতিক্রিয়া জানান সম্ভাব্য প্রার্থীরা। শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। দলীয় প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর শনিবার বিকেলে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।