উপ-নির্বাচনে হেরে যাওয়ার কারণেই নাশকতা :স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নাশকতা চালানো হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে ধানমন্ডির বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।বাসে আগুন দেয়া ও ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে সহিংসতার ঘটনায় ৯ থানায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ২৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন।
গত বৃহস্পতিবার বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধিনীর ৯ থানায় ১৪টি মামলায় আসামি করা হয়েছে কয়েক’শো
এসব মামলার অগ্রগতি জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের পাশাপাশি মদদদাতাদেরও খুঁজছে পুলিশ।
যারা নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের ফলাফল মেনে নিতে পারেনি বলেই এমনটি করেছে বিএনপি ।
নির্বাচনে পরাজিত হলেই নাশকতা করার অপচেষ্টা করে বিএনপি। এই অপতৎপরতা দমনে সরকার সবকিছু করবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।