উরুগুয়েকে হারিয়ে কাতার বিশ্বকাপের মূলপর্বের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে আর্জেন্টিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
উরুগুয়েকে হারিয়ে কাতার বিশ্বকাপের মূলপর্বের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে আর্জেন্টিনা। উরুগুয়ের মন্তেভিদিওতে বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে শুরু হওয়া বাছাই পর্বের ম্যাচটি ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।
তবে ম্যাচের অধিকাংশ সময় লিওনেল মেসিকে বেঞ্চে রেখে আক্রমণ ভাগে ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। ম্যাচের শুরুতে গোল খেতে বসেছিল আর্জেন্টিনা। রক্ষণভাগে বল দখলের ছোটাছুটির মধ্যেই সতীর্থের পাস পেয়ে গোলপোস্টে শট নিয়েছিলেন উরুগুয়ের মিডফিল্ডার নাহিতান নানদেস। তবে প্রতিপক্ষের মিডফিল্ডারের নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। এরপরই এগিয়ে যায় আর্জেন্টিনা। ডান দিক থেকে পাওলো দিবালার পাস পেয়ে ডি-বক্সের ভেতর থেকে বল ধরে বাঁ পায়ে শট নেন পিএসজি মিডফিল্ডার ডি মারিয়া। বল পোস্টের কোণ ঘেঁষে ঠিকানা খুঁজে পায়।