সিন্ডিকেটের দখলে উর্ধ্বমুখী ডিমের দাম
- আপডেট সময় : ০২:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১৬৬০ বার পড়া হয়েছে
ফের অস্থির ডিমের বাজার। কর্পোরেট সিন্ডিকেটের দখলে উর্ধ্বমুখী ডিমের দাম। আর এর খেসারত দিচ্ছে ক্রেতারা। এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে, আরো বেসামাল হয়ে উঠবে বাজার।
মাছ-মাসের দাম চড়া দামের কারনে অল্প মানুষের ভরসা ডিম। আর সেই ডিম নিয়েই চলছে তুলকালাম। আগের সব রেকর্ড ভেঙ্গে দাম বেড়েছে। খুচরা বাজারে এখন প্রতি হালি ডিম ৫২ থেকে ৫৬ টাকা। খাবারের চড়া দামের কারণে বাজারের টিকতে না পেরে বন্ধ হয়ে গেছে হাজার হাজার ছোট-বড় পোল্ট্রি খামার। এই সুযোগকে কাজে লাগিয়ে ডিমের নিয়ন্ত্রণ নিয়েছে অল্প কয়েকজন কর্পোরেট খামারি।
বিক্রেতা কারন ছাড়াই লাগামহীন ডিমের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। সরকারী উদ্যোগ বাজার নিয়ন্ত্রণে তেমন প্রভাব ফেলছে না। পোল্টি শিল্পের নীতিমালা তৈরির দাবি করলেন পোল্ট্রি ব্যবসায়ীদের এই নেতা, সহজলভ্য আমিষের উৎস আরো সহজ করতে ডিমের বাজার নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপ দাবি করেন ক্রেতারা।