উহান নগরীতে করোনায় নতুন সংক্রমিত ব্যক্তির অবস্থা সংকটজনক

- আপডেট সময় : ০১:০১:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মহামারির শুরু যে উহান নগরী থেকে, এক মাসেরও বেশি সময় পর সেখানে ৮৯ বছর বয়সী একজন ব্যক্তির মধ্যে এই প্রথম নতুন সংক্রমণ ধরা পড়ে। নতুন সংক্রমিত ব্যক্তির অবস্থা সংকটজনক হওয়ায় যে আবাসিক এলাকায় তিনি থাকতেন, সেখানে সবাইকে কড়া বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছে।
ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি বাজার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এরপরই চীনের কয়েকটি প্রদেশে দ্রুত ছড়ায় এ ভাইরাসটি। পরবর্তীতে এ প্রাণঘাতী ভাইরাসটি মহামারী আকারে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। গত ৩ এপ্রিল উহানে শেষবার করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়। এরপর থেকে একরকম করোনামুক্ত হয়ে যায় উহান। কিন্তু ৩৭ দিন পর এবার ফের আক্রান্তের সন্ধান পাওয়ায় আতঙ্ক বাড়ল। আক্রান্ত ব্যক্তির অবস্থা সঙ্কটজনক। তার স্ত্রীও করোনা আক্রান্ত, তবে তার কোনো উপসর্গ নেই।
এরমধ্যে উত্তরপূর্ব চীনে করোনাভাইরাসের নতুন প্রবাহ শুরু হয়েছে। বিশেষ করে জিলিন প্রদেশের একটি শহরকে অতি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে। শনিবার শহরটিতে নতুন করে ১১ করোনা রোগী শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে ভাইরাস নিয়ন্ত্রণে পদক্ষেপ বাড়ানো হয়েছে। গত ২৮ এপ্রিলের পর দেশটিতে এটিই সর্বাধিক আক্রান্ত।