উৎপাদন বাড়লেও দেশ এখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয় : কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
উৎপাদন বাড়লেও দেশ এখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আমিষের চাহিদা পুরণে প্রাণিসম্পদ খাতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরো সহজ শর্তে ঋণ দেয়ার আহবান জানান তিনি। চতুর্থ শিল্প বিপ্লবের সাথে এগিয়ে যেতে হলে আমদানি নির্ভরতা কমিয়ে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে বলে জানান আব্দুর রাজ্জাক।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে- প্রাণিসম্পদ খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি ও প্রাণিবীমা সম্প্রসারণ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে কৃষিমন্ত্রী জানান, সার্বিকভাবে খাদ্যের স্বয়ংসম্পূর্নতা অর্জনে কৃষি ও প্রাণীসম্পদ খাতে তথ্য ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
তিনি বলেন, দেশে অসংখ্য বীমা কোম্পানি থাকলেও পলিসি গ্রহণে আস্থা নেই মানুষের। প্রাণীসেবা উন্নয়নে পশুবীমার গুরুত্বের কথা তুলে ধরেন মন্ত্রী
সম্ভাবনাময় এ খাত আগামীতে জিডিপিতে ভালো ভুমিকা রাখবে বলেও জানান ড. আব্দুর রাজ্জাক।