উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হোচট খেয়েছে পিএসজি
- আপডেট সময় : ০৫:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হোচট খেয়েছে পিএসজি। গ্রুপ-এইচের ম্যাচে বেনফিকার সাথে ১-১ গোলে ড্র করেছে প্যারিসিয়ানরা। তবে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি। শাখতারকে ২-১ গোলে হারিয়েছে লস ব্লাংকোসরা। আর হালান্ডের জোড়া গোলে কোপেনহেগেনকে ৫-০ গোলে বিধ্বস্ত সিটিজেনরা।
ঘরের মাঠে পিএসজিকে রুখে দিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। মেসি-নেইমার-এমবাপ্পেকে বার বার গোল বঞ্চিত করে বেনফিকার হিরো গোলকিপার ভ্লাচোদিমোস।
ম্যাচের শুরু থেকেই বল দখলে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি পিএসজি। উল্টো কাউন্টার অ্যাটাকে পিএসজির রক্ষণে ভীতি ছড়ায় বেনফিকা। ১৮ মিনিটে গোলকিপার দোনারুমার কল্যাণে বেঁচে যায় পিএসজি।
তিন মিনিট পরেই মেসির যাদুতে এগিয়ে যায় পিএসজি। নেইমার-এমবাপ্পের সাথে দারুন বোঝাপোড়ায় গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার তারকা। তবে বিরতিতে যাওয়ার আগে আত্মঘাতি গোলে সমতায় ফেরে বেনফিকা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও বার বার গোল বঞ্চিত থেকেছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। বিশ্বসেরা এই ত্রয়ীর সামনে দেয়াল গোল কিপার ভ্লাচোদিমোস।
এদিকে কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ম্যান সিটি। ৭ মিনিটে প্রথম এবং ৩২ মিনিটে দ্বিতীয় গোল করেন আর্লিং হালান্ড। ২-০ ব্যবধানে এগিয়ে সিটি। ৩৯ মিনিটে আত্মঘাতি গোলে ব্যবধানে বাড়ায় সিটিজেনরা।
বিরতির পর আরো ভয়ংকর সিটি। ম্যাচের ৫৪ মিনিটে প্রতিপক্ষের ভুলে পেনাল্টি পায় সিটিজেনরা। সফল স্পট কিকে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেয় রিয়াদ মাহারেজ। আর ৭৬ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করে জুলিয়ান আলভারেজ।
এদিকে শাখতারের বিপক্ষে রিয়ালকে জিতিয়েছে দুই ব্রাজিলিয়ান। ম্যাচের ১৩ মিনিটে রদ্রিগোর গোলে লিড নেয় লস ব্লাংকোসরা। আর ১৫ মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করে ভিনিসিয়াস জুনিয়ার। তবে বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে শাখতার। জয়টা আরো বড় হতে পারতো রিয়ালের। তবে ডজন খানেক সুযোগ তৈরি করেও বার বার ব্যর্থ বেনজেমা-রদ্রগোরা।