উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে এটলেটিকো মাদ্রিদ ও বেনফিকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে এটলেটিকো মাদ্রিদ ও বেনফিকা। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানইউকে ১-০ গোলে হারিয়েছে এটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে আয়াক্সের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বেনফিকা।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমনাত্নক ম্যানইউ। ১৫ মিনিটেই এন্থনি এলেঙ্গার শট ফিরিয়ে দেয় এটলেটিকো গোলরক্ষক জন ওবলাক। এরপর হয় আক্রমন পাল্টা আক্রমন। তবে ৪১ মিনিটে লিড নেয় এটলেটিকো মাদ্রিদ। গ্রিজম্যানের বাড়ানো বলে দারুন হেডে গোল করেন রেনন লোদি। দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরি করেও গোলের দেখা পাইনি ম্যানইউ। ফলে ঘরের মাঠে ১-০ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় রেড ডেভিলদের। অন্যদিকে আয়াক্সকে ১-০ গোলে হারিয়েছে বেনফিকা।দুই লেগ মিলে ৩-২ ব্যাবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। ম্যাচের ৭৭ মিনিটে দলের জয়সূচক একমাত্র গোলটি করেন ডারইউন নুনেজ।