উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল
- আপডেট সময় : ০৭:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে অলরেডরা। দুই লেগ মিলে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লিভারপুল।
ঘরের মাঠে শুরুতেই চমক দেখায় স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। বোউলায়ে দিয়ার গোলে ম্যাচের ৩ মিনিটেই লিড নেয় তারা। ফ্রান্সিস কোকুয়েলিনের ক্রসে দারুন এক গোল করেন এই ভিয়ারিয়াল তারকা। বিরতিতে যাওয়ার আগে লিড দ্বিগুন করে ভিয়ারিয়াল। গোল করেন ফ্রান্সিস কোকুয়েলিন। বিরতি থেকে ফিরে ১২ মিনিটের ম্যাজিকে খেলার ফল বদলে দেয় সালেহ-মানেরা। ৬২ মিনিটে মহাম্মদ সালাহের পাসে দারুন এক গোল করে ব্যাবধান কমায় ফ্যাবিনহো। ৫ মিনিট পরেই লুজ দিয়াজের গোলে সমতায় ফেরে লভারপুল। ৭৪ মিনিটে সাদিও মানের একক নৈপূন্যে লিড নেয় অল রেডরা। বাকি সময়ে আর গোল না হলে ৩-২ ব্যাবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জর্জেন ক্লপের শীর্ষ্যরা।
চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামবে ম্যান সিটি ও রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ইতিহাদে প্রথম লেগের ম্যাচটি ৪-৩ ব্যাবধানে জিতেছে সিটি। তবে গেল সপ্তাহে লিগে নিজেদের ৩৫তম শিরোপা জয়ে দারুন উজ্জীবিত লস ব্লাংকোসরা। তাই ঘরের মাঠের সুবিধা নিয়ে এ ম্যাচে ঘুরে দাড়াতে চায় কার্লো আনচেলোত্তির শির্ষ্যরা। অন্যদিকে প্রথম লেগের জয়ে এ ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে পেপ গার্দিওলার শীর্ষ্যরা। তবে ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে জয় সহজ হবে না সিটিজেনদের জন্য। ইনজুরির কারনে এ ম্যাচে অনিশ্চিত সিটি তারকা কাইল ওকার। তবে ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরতে প্রস্তুত সিটি ডিফেন্ডার জন স্টোন। অন্যদিকে হ্যামিস্ট্রিং ইনজুরির কারনে এ ম্যাচে দেখা যাবে না রিয়াল তারকা ডেভিড আলাবাকে এছাড়া অনিশ্চিত ইডেন হাজার্ডও।