উয়েফা নেশন্স লিগের ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে ইতালি ও ইংল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগের গ্রুপ অফ ডেথের ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে ইতালি ও ইংল্যান্ড। জার্মানির প্রতিপক্ষ হাঙ্গেরি।
টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল হলেও আসরে এখনো জয়ের দেখা পায়নি ইংল্যান্ড। হাঙ্গেরির সাথে হেরে টুর্নামেন্ট শুরু করে ইংলিশরা। আর দ্বিতীয় ম্যাচে শেষ মুহুর্তের গোলে জার্মানির সাথে ১-১ গোলে ড্র নিয়েই সন্তুস্ট থাকতে হয় হ্যারি কেইনদের। এ ম্যাচেও প্রতিপক্ষ তুলনামূলক কঠিন। তবে টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। অন্যদিকে শেষ ম্যাচে হাঙ্গেরিকে ২-১ গোলে হারিয়ে দারুন আত্মবিশ্বাসী ইতালি। এ ম্যাচ জিতে জয়ের ধারা ধরে রাখতে চায় রবার্তো মানচিনির দল। এদিকে টুর্নামেন্টে এখনো জয়ের দেখা পায়নি জার্মানি। ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় হান্সি ফ্লিকের শিষ্যরা।