উয়েফা নেশন্স লিগের ভিন্য ম্যাচে রাতে মাঠে নামবে পর্তুগাল ও স্পেন
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগের ভিন্য ম্যাচে রাতে মাঠে নামবে পর্তুগাল ও স্পেন। পর্তুগালের প্রতিপক্ষ চেক রিপাবলিক ও সুইজারল্যান্ড মুখোমুখি হবে স্পেন। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২:৪৫ মিনিটে।
টুর্নামেন্টের অন্যতম সেরা দল স্পেন। তবে শুরুটা আশানুরুপ হয়নি স্প্যানিশদের। দুই ম্যাচে খেলে এখনো জয়ের দেখা পাইনি লুইস এনরিকের শীষ্যরা। প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র হয় পর্তুগালের সাথে। আর দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিকের সাথে ২-২ গোলের ড্রয়ে গ্রুপে তিনে অবস্থান করছে তারা। তাই টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেয় স্প্যানিশদের। এদিকে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে অবস্থান করছে পর্তুগাল। তবে শেষ ম্যাচে স্পেনকে রুখে দেওয়া প্রতিপক্ষ চেক রিপাবলিকে নিয়ে সতর্ক পর্তুগীজ কোচ ফার্নান্দো সান্তোস।