উয়েফা নেশন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে জার্মানি ও ইতালি
- আপডেট সময় : ০৯:৪৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে জার্মানি ও ইতালি। এছাড়া অন্য এক ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে।
আসরের অন্যতম সেরা দল হলেও এখনো টুর্নামেন্টে জয়ের দেখা পাইনি জার্মানি। ইতালির বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। পরের দুইটি ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুস্ট থাকতে হয় জার্মানদের। তিন ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে জার্মানি।অন্যদিকে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ২-১ গোলের জয় পায় ইতালি। তবে শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে গোলশুন্য ড্রয়ে কিছুটা ব্যাকফুটে ইউরো চ্যাম্পিয়নরা। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে আজ্জুরিরা। তাই গ্রুপে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই ইতলির।