উয়েফা নেশন্স লিগে আবারো জয় পেতে ব্যর্থ হলো ইংল্যান্ড ও জার্মানি
- আপডেট সময় : ০৪:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগে আবারো জয় পেতে ব্যর্থ হলো ইংল্যান্ড ও জার্মানি। ইউরো চ্যাম্পিয়ন ইতালির সাথে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। এদিকে তুলনামূলক সহজ দল হাঙ্গেরির সাথে ১-১ গোলে ড্র করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
ওলভারহ্যাম্পটনের মলিনাক্স স্টেডিয়ামে শুরু থেকেই নড়বড়ে দু-দল। ম্যাচের পুরো সময় জুড়ে দেখা যায়নি তেমন কোন আক্রমণ। পুরো ম্যাচে গোলশুন্য দু-দল পয়েন্ট ভাগাভগি করে মাঠ ছাড়ে। নেশন্স লিগে টানা তিন ম্যাচ জয়হীন ইংলিশরা। ফলে টুর্নামেন্টে টিকে থাকার আসা প্রায় শেষ হ্যারি কেইনদের। এদিকে দিনের অপর ম্যাচে পিছিয়ে পড়েও হাঙ্গেরির সাথে ড্র করেছে জার্মানি। ৬ মিনিটে জসোম্বোর নাগির গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। তিন মিনিট পর দলকে সমতায় ফেরান জার্মান তারকা জোনাস হফম্যান। বাকি সময়ে আর গোল না হলে পয়েন্ট ভাগাভগি করেই মাঠ ছাড়ে দু-দল। অন্যদিকে ওয়েলসের সাথে ১-১ গোলে ড্র করেছে আরেক ইউরোপিয়ান জায়ান্ট বেলজিয়াম।