উয়েফা নেশন্স লিগে প্রথম জয়ের দেখা পেল স্পেন
- আপডেট সময় : ০৫:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগে প্রথম জয়ের দেখা পেল স্পেন। আসরে প্রথম দুই ম্যাচে ড্র করেছিল তারা। এবার তৃতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা। দিনের আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল।
জেনেভার স্টেডিয়ামে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে স্পেনিশরা। ম্যাচের প্রথমার্ধে ১৩ মিনিটে মার্কোস লরেন্তের পাস থেকে শটে বল জালে পাঠান মিডফিল্ডার সারাবিয়া। প্রথমে অফসাইড নিয়ে খানিক সংশয় দেখা দিলেও ভি এ আর দেখে সেটিকে গোল হিসেবেই বাঁশি বাজান রেফারি। এই এক গোলেই ম্যাচ জিতে নিয়েছে স্পেন। এর আগে প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ১-১ ও চেক রিপাবলিকের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল স্পেন। তাই ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে তারা। আর সুইজারল্যান্ড একটি ম্যাচেও জিততে পারেনি।
চেককে হারিয়ে জয়ের সুবাদে শীর্ষে উঠে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। অথচ আসরে তাদের শুরুটা হয়েছিল ড্র দিয়ে। আরেক ম্যাচে লিসবনে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে দু’দল। ৩৩ মিনিটে জোয়াও কানসেলোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। ৩৮ মিনিটে গনসালো গেদেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ৬১ মিনিটে দিয়াগো জটার বুলেট গতির শট ফিরিয়ে দেন গোলরক্ষক। শেষ দিকে ভ্লাকানোভার গোলের সহজ সুযোগ নষ্ট করলে পরাজয়ের নিয়ে মাঠ ছাড়তে হয় চেক প্রজাতন্ত্রকে