উয়েফা নেশন্স লিগে বড় জয় পেয়েছে বেলজিয়াম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগে বড় জয় পেয়েছে বেলজিয়াম। লিগ এ গ্রুপ ফোরের ম্যাচে পোল্যন্ডকে ৬-১ গোলে বিদ্ধস্ত করেছে রেড ডেভিলসরা।
বড় জয়ের ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে বেলজিয়াম। রবার্ট লেওভানডস্কির গোলে ম্যাচের ২৮ মিনিটে লিড নেয় পোল্যান্ড। বিরতিতে যাওয়ার আগে উইটসেলের গোলে সমতায় ফেরে রবার্তো মার্টিনেজের শীষ্যরা। বিরতি থেকে ফিরে প্রতিপক্ষের উপর চড়াও হয় বেলজিয়াম। ৫৯ মিনিটে কেভিব ডি ব্রুইনের গোলে লিড নেয় তারা। ৭৩ মিনিটে লিড বাড়ায় লিন্দ্রো ট্রোসার্ড। ৭ মিনিট পরে আরও এক গোল করেন ট্রোসার্ড। দল এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। তিন মিনিট পরেই আরো এক গোলে এগিয়ে যায় বেলজিয়াম। এরপর অতিরক্ত সময়ে লোইস ওপেনদার গোলে বড় জয় নিশ্চিত হয় বেলজিয়ামের।