উয়েফা নেশন্স লিগে রাতে মুখোমুখি ফ্রান্স ও পর্তুগাল
- আপডেট সময় : ০৭:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগের বিগ ম্যাচে রাতে মুখোমুখি বিশ্বজয়ী ফ্রান্স ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল। লিসবনে বাংলাদেশ সময় রাত পৌনে দুটায় শুরু হবে ম্যাচটি। একই সময় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। সুইডেনের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। আর জার্মানি লড়বে ইউক্রেনের বিপক্ষে।
নেশন্স লিগে ইউরোপের জায়ান্টদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কেননা গ্রুপ পর্বের শীর্ষ দল যাবে পরবর্তী রাউন্ডে। তাই পঞ্চম ম্যাচ ডেকে ঘিরে আগ্রহের মাত্রাটা আরও বেশি ইউরোপে।
গ্রুপ থ্রির কর্তৃত্বের লড়াইটা বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স আর ইউরোপসেরা পর্তুগালের মধ্যে। সমান ১০ পয়েন্ট দুদলের।, শুধু গোল পার্থক্যে এগিয়ে পর্তুগীজরা। যেখানে মাত্র ১ জয়ে পরিষ্কার দূরত্বে পিছিয়ে রাশিয়া বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়া।
প্যারিসে দু’দলের প্রথম লেগের লড়াইয়ে রোমাঞ্চ হারিয়েছিলো গোলশূন্য ড্রয়ে। তাই লিবসন ম্যাচ জয় শেষ চারের সমীকরন সহজ করবে, কোন এক দলের। এর আগে ২৬ বার মুখোমুখি হয়েছিলো দুদল। পর্তুগালের ৬ জয়ের বিপরীতে ১৮ জয় নিয়ে রীতি মতো উড়ছে ফ্রান্স। তবে সম্প্রতি ফর্মে কিছুটা হলেও এগিয়ে রোনালদোরা।
ছয় ম্যাচ ধরে অপরাজেয় পর্তুগাল। সবশেষ প্রীতি ম্যাচে অ্যান্ডোরাকে বিধ্বস্ত করেছে ৭-০ গোলে। রোনালদো জোয়াও ফেলিক্স ও বার্নার্ডো সিলভারা প্রস্তুত আরও একবার উৎসব করতে।
অন্যদিকে ফিনল্যান্ড অঘটনের শিকার হয়ে, ১২ ম্যাচে না হারার রেকর্ড থেমেছে ফ্রান্সের। যদিও তাতে খুব একটা বিচলিত নয় বিশ্ব চ্যাম্পিয়নরা। পল পগবার বাজে ফর্ম দুশ্চিন্তার কারণ। তবে ইনজুরি থেকে ফেরা কিলিয়ান এমবাপ্পে আর মার্শিয়াল গ্রিজমানদের বেশ চাঙ্গা ফ্রান্স।
গ্রুপ ফোরে ইউক্রেনের মুখোমুখি হবে জার্মানি। গ্রুপ পর্বের বাধা টপকাতে ইউক্রেনকে হারাতে মরিয়া জোয়াকিম লো’র দল। একই মিশনে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্পেন।