উয়েফা নেশন্স লিগে রাতে মুখোমুখি হবে জার্মানি ও ইংল্যান্ড
- আপডেট সময় : ০৫:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে জার্মানি ও ইংল্যান্ড। আলিয়াঞ্জ অ্যারেনায় ইংলিশদের আতিথ্য দেবে হেন্সি ফ্লিকের দল। রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচ। একই সময় ইতালির প্রতিপক্ষ হাঙ্গেরি।
নেশনস লিগে হাইভোল্টেজ ম্যাচের উত্তাপ। একপাশে জার্মান জার্সি অন্য পাশে থ্রি লায়ন্স। রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা।
শেষ ইউরোয় ইংল্যান্ডের কাছে স্বপ্ন ভঙ্গ হয়েছিলো জার্মানদের। কিন্তু হেন্সি ফ্লিকের অধীনে ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে উঠছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। টানা দশ ম্যাচ আনবিটেন আভাস দিচ্ছে ইংল্যান্ড বধের।আপস…
ঘরের মাঠে অনেকটা ফুরফুরে মেজাজে জার্মানি। নেই ইনজুরির দুশ্চিন্তা। ফিটনেস ফিরে পেয়েছেন মার্কো রয়েস। শুরুর একাদশে থাকার অপেক্ষায় কাই হাভার্টজ ও তিমো ভার্নার। রিয়ালের নতুন তারকা রুডিগারও মুখিয়ে ইংল্যান্ডের বাধা টপকাতে।
কিন্তু নেশন্স লিগের গেল ম্যাচে ইতালির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে জার্মানকে। ফিরতে হয় ১-১ সমতায়। তাই সতর্ক সঙ্গে ভিন্ন কৌশলে এগুতে হবে জার্মান কোচ হেন্সি ফ্লিকের।
অন্যদিকে যেমন আগ্রহ তেমনি পুরনো প্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে বড়তি সতর্ক ইংল্যান্ড। কিন্তু চিন্তা বাড়িয়ে দেয় করোনার কারণে ফিল ফোডেনের অনুপস্থিতি। যদিও ফিরছেন রাহিম স্টার্লিং।
ইংলিশদের অনুপ্রেরণা হতে পারে সমীকরণ। দুই দলের হেড টু হেডে ১৭ জয়ে এগিয়ে থ্রি লায়ন্স। ৫ ড্রয়ের বিপরীতে জার্মানরা জিতেছে ১৫ ম্যাচে। যদিও পরিসংখ্যান ছাপিয়ে অকে অপরকে সমীহ করছে ইংল্যান্ড-জার্মানি।
নেশন্স লিগের অন্য ম্যাচে ক্ষুধার্ত হাঙ্গেরির প্রতিপক্ষ ইতালি। আগের ম্যাচে ইংল্যান্ডকে ধরাশয়ী করা হাঙ্গেরিদের হেলাফেলার সুযোগ নেই আজ্জুরিদের। যদিও ৩৪ হেড টু হেডে ১৬ জয়ে এগিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ইতালি।