এইচএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ
- আপডেট সময় : ০২:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের এইচএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। দুপুরে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরেন সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান। পরবর্তীতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর পক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের অনুষ্ঠানে চেয়ারম্যানদের কাছ থেকে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
করোনার মধ্যেও পরীক্ষা নেয়া ও ফল প্রকাশে সফল হয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপুমণি। এবার ঢাকা বোর্ডের পাশের হার ৯৬ দশমিক ২০ শতাংশ;। জিপিএ ফাইভ পেয়েছেন ৫৯২৩৩। বরিশাল বোর্ডে পাশ করেছে ৯৭ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছেন ৯ হাজার ৯শ ৭১ জন। রাজশাহীতে পাশের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছেন ৩২ হাজার ৮০০ জন। কুমিল্লায় ৯৭ দশমিক ৪৯ শতাংশ পাশ করেছে। যশোর বোর্ডে ৯৮ দশমিক ১১ শতাংশ, জিপিএ ফাইভ পেয়েছেন ২০৮৭৮ জন। সিলেট বোর্ডের পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ পাশ করেছে। জিপিএ ফাইভ ৪৭৩১ জনের। চট্টগ্রামে পাশের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ; জিপিএ ফাইভ ১৩৭২০ জনের। কারিগরিতে ৯২.৮৫ এবং মাদ্রাসায় ৯৫.৪৫ শতাংশ পাশের হার।
এদিকে গণভবন থেকে ভাচুর্যালী যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শিক্ষার্থীরা। পরিস্থিতির উন্নতি দেখলে এ মাসের শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া যাবে বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরো বলেন, বাঙ্গালী জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। দেশের শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি। সরকার প্রধান আরো বলেন, দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। কর্মসংস্থান বাড়ানোর জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের চাকরীর পিছনে না ছুটে উদ্যোক্তা হয়ে গড়ে উঠারও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, ৭৫ এর পর ইতিহাসকে বিকৃত করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল স্বাধীনতা বিরোধীরা।